বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত
ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত  © ফাইল ফটো

রাজধানীর গুলশানে কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন গণমাধ্যমকে বিসয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই আদালতে আবেদন করা হয়েছিল। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। পাশাপাশি বসুন্ধরার এমডি যেন দেশ ছেড়ে চলে যেতে না পারেন সেজন্য অভিবাসন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর গুলশান-২ এর ১২০ নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে প্রধান আসামী করে গুলশান থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বড় বোন নুসরাত জাহান।


সর্বশেষ সংবাদ