প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

  © ফাইল ফটো

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 

কিশোর আলোর অনুষ্ঠানে নবম শ্রেণির ওই ছাত্র মারা যান। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন এই আদেশ দেন। মালামাল ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলে ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আনিসুল হক ছাড়া যাদের মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও শুভাশীষ প্রামাণিক।


সর্বশেষ সংবাদ