এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করায় একজন আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ AM
অসত্য তথ্য দিয়ে দুটি ফেসবুক ফেক আইডিতে মেসেঞ্জারে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছেন জয়পুরহাট র্যাব- ৫ ক্যাম্পের সদস্যরা।
বুধবার রাতে জয়পুরহাটের উপজেলার পাঁচবিবি শহরের পাঁচমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান উপজেলার দমদমা গ্রামের আবদুল মান্নানের ছেলে।
জয়পুরহাট র্যাব- ৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রহমান বলেন, ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য মোস্তাফিজুর রহমান মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ।
অসত্য তথ্য দিয়ে মোস্তাফিজুর রহমান ও মিষ্টি আক্তার নামে দুটি ফেসবুক ফেক আইডি খোলেন তিনি। এই ফেসবুক আইডি ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে টাকার বিনিময়ে দেয়ার কথা বলা হয়। কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালান ওই যুবক।অনেকেই তার মাধ্যমে প্রতারিত হয়, এ কারণে তাকে আটক করা হয়েছে।