এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করায় একজন আটক

অসত্য তথ্য দিয়ে দুটি ফেসবুক ফেক আইডিতে মেসেঞ্জারে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছেন জয়পুরহাট র‌্যাব- ৫ ক্যাম্পের সদস্যরা।

বুধবার রাতে জয়পুরহাটের উপজেলার পাঁচবিবি শহরের পাঁচমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান উপজেলার দমদমা গ্রামের আবদুল মান্নানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব- ৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রহমান বলেন, ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য মোস্তাফিজুর রহমান মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ।

অসত্য তথ্য দিয়ে মোস্তাফিজুর রহমান ও মিষ্টি আক্তার নামে দুটি ফেসবুক ফেক আইডি খোলেন তিনি। এই ফেসবুক আইডি ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে টাকার বিনিময়ে দেয়ার কথা বলা হয়। কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালান ওই যুবক।অনেকেই তার মাধ্যমে প্রতারিত হয়, এ কারণে তাকে আটক করা হয়েছে।