অবৈধ কোচিং, শিক্ষকের কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:৪৬ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:৪৬ PM
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধ উপায়ে কোচিং সেন্টার চালু রাখায় মো. ইউনুস আলী (৩৫) নামে এক শিক্ষককে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা নামক এলাকায় তার নিজ বাড়িতে ওই কোচিং চলমান অবস্থায় তাকে আটক করা হয়। সে নাওভাংগা আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও ওই শিক্ষককে তাকে কোচিং সেন্টার বন্ধ করার জন্য সর্তক করা হয়েছিল। কিন্তু তিনি কোন কিছুর তোয়াক্কা না করে কোচিং চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার তাকে আটক করে এই শাস্তি দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. মনিরুজ্জান।
উল্লেখ্য, আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষ্যে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল ধরনের কোচিং বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বরাদ দিয়ে এলাকায় একটি মাইকিং করা হয়েছিল।