অস্ত্র ও মাদকসহ ‘ফইন্নি গ্রুপ’র ছয় সদস্য গ্রেফতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১০:৩৩ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ১০:৩৩ AM
রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং অপরাধী গ্রুপ ‘ফইন্নি গ্রুপ’র ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-১০’এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, তাহমিদুল ইসলাম ফাহিম (২০), রাব্বি হাসান (১৯), সাকিব আহম্মেদ (১৯), মিরাজ (২০), মুশফিকুর রহমান আকিব (১৯) এবং এনামুল হাসান (১৯)। তাদের কাছ থেকে ছয়টি চাকু, ১০টি ব্লেড, পাঁচটি মোবাইল ফোন ও ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। র্যাব-১০’এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কাইয়ুমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেফতার ছয় জন ‘ফইন্নি গ্রুপ’ নামে গ্যাং গঠন করে। তারা স্থানীয় ও অন্য এলাকার অপরাধী চক্রের সঙ্গে মিলে যোগসাজসে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িত।
এ গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর, সদরঘাট, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।