০৩ এপ্রিল ২০২৫, ১৬:৩১
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী একালায় ডোবার পানিতে ডুবে নোমান আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার লাহিড়ি বাজার-সংলগ্ন ছোট সিংগিয়া (লাহিড়ী ইকো সেন্টার সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নোমান আলী ছোট সিংগিয়া গ্রামের নজিব উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে টিনশেড ঘেরা ফাঁকা করে ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এসময় বাড়ির উঠানের পাশে থাকা ডোবায় শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখতে পান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

ছাত্র উপদেষ্টা ও প্রতিনিধিদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল-প্রোপাগান্ডা চলছে: ফারাবী
