বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাজশাহীতে সাকিব আনজুম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মো. নয়ন ইসলাম
মো. নয়ন ইসলাম  © সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ সাকিব আনজুম হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডটি গত বছরের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নয়ন ইসলাম শক্তি (৩২)। তিনি রাজশাহী শহরের বোয়ালিয়া মডেল থানার অন্তর্গত বসপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল মান্নানের ছেলে।

ডিবি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, আজ বসপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেলা দুইটার দিকে নয়নকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নয়নকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শামসুল আরেফিন।

উল্লেখ্য, সাকিব আনজুম গত বছর ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক সহিংস সংঘর্ষে নিহত হন। তার হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দ্রুত বিচার নিশ্চিত করার চাপ সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ