খালেদা জিয়ার চিকিৎসার নামে চাঁদা তুলতে গিয়ে গ্রেপ্তার ৩

মো. ফারুক
মো. ফারুক  © সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা খরচের নামে চাঁদা তোলার সময় তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনী একটি টিম অভিযান চালিয়ে বছিলা সিটি হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। 

রবিবার (২৩ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফারুক (৪৮), সোহান ওরফে বড় সোহান (২৮) ও পিন্টু (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যবসায়ী এবং এলাকাবাসীর কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। এলাকায় যেকোনো ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, জায়গা জমি ক্রয় বিক্রয় এমনকি কোন দোকানপাট ভাড়া নিতে হলেও তাদেরকে চাঁদা দিতে হয়। এমনকি তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা খরচের কথা বলেও বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করেছেন। 

সূত্র আরও জানায়, শুক্রবার সন্ধ্যায় বসিলা হাউজিং এলাকায় ফারুক তার দলবল নিয়ে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে ফোন করে জানায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন। এ ঘটনায় মো. নাজিম খান অন্তর নামে এক ব্যক্তি শনিবার (২২ মার্চ) মোহাম্মদপুর থানায় হাজির হয়ে মো.ফারুক,সোহান ওরফে বড় সোহান, পিন্টু সহ অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা করেছেন। 

মামলার এজহার থেকে জানা যায়, মো. ফারুক ও  পিন্টু শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনকে ফোন দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে টাকা পাঠাতে হবে বলে চাঁদা দাবি করেন। এছাড়াও বিভিন্ন চাঁদাবাজির সাথে তারা সক্রিয়ভাবে জড়িত। 

এতে আরও বলা হয়, তারা বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার বাদীকে মারধর করেন। এ সময় তার ভাগিনা তানজিল হোসেন (২৪) তাকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিরা তাকে ধারালো চাকু দিয়ে মাথায় কোপ দেন। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি দল ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  

এ বিষয়ে ওসি ইফতেখার হাসান বলেন, শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। সারা বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নাজিম খান অন্তর তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 


সর্বশেষ সংবাদ