ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ, জন্মদাতা বাবা গ্রেপ্তার

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। রামপুরা থানার এসআই শফিকুর রহমান বলেন, রিকশাচালক আনোয়ারুল ইসলাম ভূক্তভোগী শিশুটির জন্মদাতা বাবা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) রামপুরার পূর্ব হাজীপাড়া বৌবাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আনোয়ারুলকে গ্রেপ্তার করে পুলিশ। শফিকুর রহমান বলেন, মাস খানেক আগে তিন সন্তানকে রেখে আনোয়ারুল ইসলামের স্ত্রী মারা যান। একটি ঘরেই তিন সন্তানকে নিয়ে থাকতেন তিনি।
ধর্ষণের শিকার ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এসআই শফিকুর বলেন, পরিবারটি হতদরিদ্র। ধর্ষণের শিকার শিশুটিকে ওসিসিতে নেওয়া হয়েছে। তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ছয় ও চার বছরের দুই সন্তানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের নিকটাত্মীয় প্রায় সবাই হতদরিদ্র; কেউ এখন তাদের এ দায়িত্ব নিতে চাচ্ছেন না।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে যুবককে হত্যা, মামলা অপমৃত্যুর

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

রাজধানীতে ৬ বছরের শিশুকে 'ধর্ষণ', ঢামেকে ভর্তি
