আশ্রয়ণ প্রকল্পের মালামাল চুরির অভিযোগ ছাত্রদল-যুবলীগের দুই নেতার বিরুদ্ধে

ছাত্রদল নেতা মো.মামুন হোসেন রাজু ও যুবলীগ নেতা নাসির
ছাত্রদল নেতা মো.মামুন হোসেন রাজু ও যুবলীগ নেতা নাসির  © টিডিসি সম্পাদিত

ভোলার চরফ্যাশনে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগ উঠেছে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.মামুন হোসেন রাজু ও তার চাচা যুবলীগ নেতা নাসির মাঝির বিরুদ্ধে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

এদিকে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.আরিফ ফরাজী ও সদস্য সচিব মো. কাজী অনিক এর যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৪ নং জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন রাজুকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চরফ্যাশন উপজেলাধীন ১৪নং জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মামুন রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহানপুর ইউনিয়ন ছাত্রদল থেকে বহিষ্কার করা হলো। ৩১ জানুয়ারি থেকে তার সাথে দলীয় কোনো সম্পর্ক নেই। তার কৃতকর্মের কোনো দায়ভার সংগঠন বহন করবে না।

জানা যায়, অভিযুক্তরা রাতের আধাঁরে ট্রলারযোগে বিক্রির জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে নিয়ে যাওয়ার সময় ট্রলারের মাঝি মো. নুরনবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত ট্রলার মাঝি নুরনবী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল গাজীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের তহশিলদার আবুল কাশেম বাদী হয়ে এজাহার নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের গৃহহীন আশ্রিতদের জন্য ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় আশ্রীতরা অন্যত্রে চলে যায়। এ সুযোগে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মামুন রাজু ও তার চাচা নাসির মাঝিসহ ১০/১২ জনের একটি চক্র রাতের আধাঁরে ওই ঘর গুলো ভেঙে লোহা ও টিন বিক্রির জন্য ট্রলারে ভর্তি করেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রদল নেতা মো. মামুনসহ জড়িতদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রলার ভর্তি লোহার মালামালসহ ওই ট্রলারের মাঝি নুরনবীকে আটক করে থানায় খবর দেন। রাতেই শশীভূষণ থানা পুলিশ চোরাই মালামাল জব্দ করেন এবং ট্রলার মাঝি নুরনবীকে আটক করেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, যুবলীগ নেতা নাসির মাঝি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে অনেকবার অসহায় হতদরিদ্রের আবাসন প্রকল্পের মালামাল লুট করে নিয়ে গেছেন। এখন আবার তার ভাই স্থানীয় বিএনপি নেতা হালিম মাঝির প্রভাব খাটিয়ে তুলাগাছিয়া বাজারে আস্থানা গেড়ে তার লোকদের দিয়ে দরিদ্র মাঝিদের ঘাটে থাকা নৌকার ব্যাটারি, গ্যাসের চুলা, গেরাপী, সোলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও বিগত সময়ে হত্যা মামলাও ছিল। পূর্বে তার কোন বিচার না হলেও বর্তমানে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

অভিযুক্ত ছাত্রদল নেতা মামুন জানান, কে-বা কারা আশ্রয়ণের ঘর ভেঙে নিয়ে যায় এমন খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে মালগুলো জব্দ করে পাঁচ কপাট বাজারে নিয়ে আসি। চুরির সাথে আমি জড়িত নই।

শশীভূষণ থানার (ওসি)তারিক হাসান রাসেল জানান, আশ্রয়ণের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ট্রলারের মাঝি নুরনবীকে আদালতে পাঠানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমীন মিথি বলেন, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।


সর্বশেষ সংবাদ