পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী, প্রতিশোধ স্বামীর
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ PM
![আহত স্ত্রী জাকিয়া বেগম](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168627_125.jpg)
টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়ংকর পারিবারিক সহিংসতার ঘটনায় স্ত্রীর হাতে পুরুষাঙ্গ হারানোর প্রতিশোধ নিতে গিয়ে স্বামী ফিরোজ মিয়া (২৮) স্ত্রীর ডান হাত দ্বিখণ্ডিত করেছেন। ঘটনার পর পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। আহত স্ত্রী জাকিয়া বেগম (২৫) বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের স্পর্শকাতর অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ জাকিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এর কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। একপর্যায়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ফিরোজ এবং তারা আশুলিয়া গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে।
সোমবার রাতে সুযোগ বুঝে ফিরোজ ধারালো অস্ত্র দিয়ে জাকিয়ার ডান হাত দ্বিখণ্ডিত করে এবং বাম হাতে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ফিরোজকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।
এরপর সুযোগ বুঝে দুই দিন আগে জাকিয়ার ডান হাত কেটে দ্বি-খণ্ড করে এবং তার বাম হাতেও আঘাত করে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বামীকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহির উদ্দিন বলেন, ফিরোজ ও জাকিয়া বেশ কিছুদিন ধরে একসঙ্গে সংসার করছিল। তবে স্পর্শকাতর অঙ্গ কেটে নেওয়ার পরও ফিরোজের সঙ্গে জাকিয়ার ওঠাবসা করা উচিত হয়নি।
এ ঘটনায় জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ফিরোজকে গ্রেপ্তার করেছি। বর্তমানে সে জেলহাজতে রয়েছে, আর আহত জাকিয়া চিকিৎসাধীন।