কমলাপুর স্টেশনের মনিটরে অশালীন ছবি প্রদর্শনের ঘটনায় একজনকে বরখাস্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ PM
কমলাপুর রেলওয়ে স্টেশনে ডিসপ্লে বোর্ডে অশালীন ছবি প্রদর্শিত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ঢাকা কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দিনগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় ক্ষুব্ধ যাত্রীরা মনিটরটি বন্ধের চেষ্টা করে না পেরে ইটের টুকরা ছুড়ে মনিটর ভেঙে ফেলেন।