হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

শমী কায়সার
শমী কায়সার  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। আগামী তিন মাসের জন্য তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এমন আদেশ দেন। এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হন তিনি।

আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। এর আগে ৮ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলায় জামিন আবেদন করেন শমী কায়সার।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সময়ে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ইশতিয়াক। সে মামলায় শমী কায়সারকে ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।

উল্লেখ্য, ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তিনি শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন। সম্প্রতি শেখ হাসিনার পতনের পরে বেরিয়ে আসে শমী কায়সারের কুকর্মের ইতিহাস। 


সর্বশেষ সংবাদ