ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির মামলা

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মোবাইল ফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মামলায় তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজসহ ২২০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ আক্টোবর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলাটি করেছেন আন্দোলনে আহত ছাত্র রিয়াদের বাবা আব্দুল কুদ্দুস।

এ মামলায় ইতিমেধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী মুকুল (৫৫), আব্দুর রহিম (৬০), ছাত্রলীগের আশরাফুল (৩০) ও শাহীন আলমকে (২৭) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামিরা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসার সময় হামলা চালিয়ে রিয়াদসহ কয়েকজন ছাত্রকে আহত করে। এসময় আসামিরা ৫টি মোবাইল ফোন চুরি ও মিছিলে ব্যবহৃত মাইক ভাঙচুর করে।

এ ব্যাপারে মামলার বাদী আব্দুল কুদ্দুসের সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

ভুরুঙ্গামারী থানার ওসি (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম জানান, ২৪ অক্টোবর এ মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ