শিক্ষার্থী মাহিনকে চাপা দেওয়া গাড়িতে নির্ধারিত চালক ছিলেন না: মেয়র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থী মাহিনের স্বজনদের সান্ত্বনা দেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থী মাহিনের স্বজনদের সান্ত্বনা দেন  © সংগৃহীত

রাজধানীতে ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী মাহিনের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে মুগদায় মাহিনের জানাজা শেষে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্ধারিত গাড়িচালক গাড়ি চালাচ্ছিলেন না। অন্য একজনকে টাকা দিয়ে চালানো হচ্ছিল। এর আগেও এ ধরনের ঘটনায় জড়িতদের কর্মচ্যুত ও ছাঁটাই করা হয়েছে। 

এ ধরনের ঘটনায় শাস্তির পরও পরিবহনে শৃঙ্খলা না ফেরার বিষয়ে মেয়র বলেন, এটা দুঃখজনক। আরও এমন অবহেলা বা গাফলতি থাকতে পারে। এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থা পুনঃসংস্কার করা হবে। 

আরো পড়ুন: ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীর

এ ঘটনায় ময়লার গাড়ির চালককে আটক করা হয়েছে। মাহিন মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার মুগদার মদিনাবাগ এলাকায় থাকে।


সর্বশেষ সংবাদ