রাজধানীতে হোস্টেলের ছয় তলা থেকে নিচে পড়লেন কলেজছাত্রী

রাজধানীর মিরপুর মডেল থানা
রাজধানীর মিরপুর মডেল থানা  © ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ছয় তলা হোস্টেলের ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম সোমবার (২৩ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাদিয়ার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তার বাবা সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাদিয়া মিরপুর বাংলা কলেজে পড়াশোনা করতেন। সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বরের মহুয়া মঞ্জিলের ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ধানমণ্ডির দি ডার্ক রেস্টুরেন্টের গোপন কেবিনে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এসআই মাইনুল ইসলাম বলেন, রাদিয়া হোস্টেলের ছয় তলা থেকে নিচে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তার মৃত্যুর কারণসহ ঘটনা তদন্ত করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ