নেত্রকোনায় ইজিবাইক চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

  © সংগৃহীত

নেত্রকোনার মদনে ইজিবাইক চাপায় রিমা আক্তার (৭) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার সময় মদন-কাইটাইল সড়কের রত্নপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমা উপজেলার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। মাদ্রাসা শিক্ষার্থী নিহতের বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মদন থানার এসআই আজিজুর রহমান। এ ঘটনায় ইজিবাইক চালক বাঁশরী গ্রামের হারুল মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিমা আক্তার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। সে রত্নপুর গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় রিমা আক্তার রবিবার বিকালে মাদ্রাসা থেকে হেটে বাড়ি যাচ্ছিল। এ সময় ইজি বাইক চালক এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে রত্নপুর সড়কে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক  চালক সোহাগ মিয়া কে আটক করা হয়।

মদন থানার এসআই আজিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইজিবাইক সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 


সর্বশেষ সংবাদ