কে এই অস্ত্রধারী?

সংঘর্ষের সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়
সংঘর্ষের সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়  © সংগৃহীত

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের কর্মীদের মধ্যে এ সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। পরে অস্ত্রহাতে সেই যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহতরা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো. জামাল (৩৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাড়িঁর ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ দুই জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায় তার নাম শামীম আজাদ ওরফে ব্লেড শামীম। সে নগরীর সরকারি ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। পুলিশ জানায়, অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত যুবকের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্লেড শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন।

সিএমপির খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। তাদের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা ছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।


সর্বশেষ সংবাদ