তৃতীয়-চতুর্থ গণবিজ্ঞপ্তি

নরসিংদী-গাজীপুরে জাল নিবন্ধন সনদে চাকরি করছেন ২০০ শিক্ষক

এনটিআরসিএ’র লোগো ও শ্রেণিকক্ষে শিক্ষক
এনটিআরসিএ’র লোগো ও শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ছবি

নরসিংদী এবং গাজীপুরে প্রায় দুই শতাধিক শিক্ষক জাল নিবন্ধন সনদ দিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা তৃতীয় ও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ)।

জানা গেছে, নরসিংদীর মনোহরদীর কোচেরচর দাখিল মাদ্রাসায় চারজন, দৌলতপুর দাখিল মাদ্রাসায় দুজন, তারাকান্দী টিকিউএ এইচ ডি বালিকা দাখিল মাদ্রাসা, মাদুশাল এমএল উচ্চ বিদ্যালয়, নারান্দী আলাউদ্দিন গার্লস উচ্চ বিদ্যালয়, শেখের গাঁও জামিউল ফাজিল মাদ্রাসা, আসাদ নগর ডি এম ফাজিল মাদ্রাসা, সর্বণক্ষনা আলিম মাদ্রাসা, মনতোলা ফাজিল সিনিয়র মাদ্রাসা, জেকেপি ডোয়াইগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসায় কর্মরত ৩৯ জনের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ দাখিল হয়েছে। 

শিবপুর উপজেলার গড়বাড়ী তাবিদুল কোরআন মাদ্রাসা, মাছিমপুর দাখিল মাদ্রাসা, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা, গড়বাড়ী এম এ রশীদ উচ্চ বিদ্যালয়, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ, বেলাবতে সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসা, রায়পুরা উপজেলার সিরাজ নগর বসরী ও রিমা আক্তার, গাজীপুর কাপাশিয়ার সনমানিয়া দাখিল মাদ্রাসাসহ দুই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। 

আরও পড়ুন: নীতিমালায় আটকা বেসরকারি শিক্ষকদের বদলির স্বপ্ন

নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম জানান, জাল সনদে চাকরির বেশকিছু অভিযোগের কথা শুনেছি। এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানার জন্য উপজেলা শিক্ষা অফিসারদের চিঠি পাঠানো হয়েছে।

এনটিআরসিএর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন- ১) ফিরোজ আহমেদ বলেন, আমার দ্রুত সমাধান করার চেষ্টা করি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।


সর্বশেষ সংবাদ