যৌন হয়রানির অভিযোগে রাবির চিকিৎসক সাময়িক বরখাস্ত

চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে রাবিতে মানববন্ধন হয়েছে
চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে রাবিতে মানববন্ধন হয়েছে  © ফাইল ছবি

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। 

তিনি জানান, চিকিৎসক রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন: অবরোধের মধ্যেই ঢাবিতে চলছে ক্লাস-পরীক্ষা ও পরিবহন

জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে চিকিৎসক রাজুর বিরুদ্ধে। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা করেন তিনি।

এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন। এছাড়া চিকিৎসক রাজুকে স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।


সর্বশেষ সংবাদ