শিক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ক্ষমা চাইলেন সেই এসআই

অভিযুক্ত এস আই আসিফ আহমেদ
অভিযুক্ত এস আই আসিফ আহমেদ  © সংগৃহীত

রাজবাড়ীতে রিফায়াত ইবনে রইস আরাফ নামের এক শিক্ষার্থীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে বিনোদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসিফ আহমেদের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (৯ অক্টোবর) ওই শিক্ষার্থী রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম রিফায়াত ইবনে রইস আরাফ। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের নূরপুর এলাকার মো. রইচ উদ্দিন বাবুর ছেলে। তিনি এবার রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। 

অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম রিফায়াত ইবনে রইস আরাফ। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের নূরপুর এলাকার মো. রইচ উদ্দিন বাবুর ছেলে। তিনি এবার রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। 

 মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।


এদিকে কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনার রাতে এসআই আসিফ আহমেদের হাত জোড় করে ক্ষমা চাওয়ার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভিডিওতে দেখা যায়, ভোর ৫টার সময় এসআই আসিফ আহমেদ ওই কলেজছাত্রের বাসায় এসেছেন। কলেজছাত্রের বড় ভাই রিয়াসাত ইবনে রইস সামিট বলছেন, ‘কেন আপনি এত রাতে বাসায় এসেছেন?’ উত্তরে ওই এসআই বলেন, ‘সরি বলার জন‍্য এসেছি।’ সে সময় রিয়াসাত ইবনে রইস সামিট বলছেন, যে ঘটনা ঘটিয়েছেন সেটার জন্য। এর উত্তরে এসআই কোনো কথা না বলে হাত জোড় করে ক্ষমা চাইছেন। 

এ বিষয়ে শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ির এসআই আসিফ আহমেদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। এমনকি হাত জোড় করে ক্ষমা চাওয়াটাও মিথ্যা।’ 

রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’


সর্বশেষ সংবাদ