ইয়াবাসহ ছাত্রলীগ নেতা লিটন গ্রেপ্তার

লিটন মিয়া
লিটন মিয়া  © সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম লিটন মিয়া। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চামশাপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। লিটন মিয়া নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সময় লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিটন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে। দুপরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন বলেন, ইয়াবাসহ আটকের বিষয়টির প্রমাণ পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।


সর্বশেষ সংবাদ