স্ত্রীর অসুস্থতার অজুহাতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বাল্যবিয়ে শিক্ষকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:৩৮ PM
জয়পুরহাটের কালাইয়ের একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন। ছাত্রীর বয়স ১৫ বছর ১০ মাস। এ ঘটনায় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, সম্প্রতি সহকারী শিক্ষক আবদুল করিম বিদ্যালয়েরই দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। বিষয়টি এক সপ্তাহ আগে জানাজানি হয়। গত ১৩ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভা ডেকে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি জানান, সাত দিনের সময় বেঁধে দিয়ে আবদুল করিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ছাত্রীর বয়স ১৫ বছর ১০ মাস। এটি বাল্যবিয়ের মধ্যে পড়ে। কারণ দর্শানোর নোটিশের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর তাঁর বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষক আবদুল করিম বলেন, তার আগের স্ত্রী অসুস্থ ও তাঁর সন্তান হবে না। এ কারণে পারিবারিকভাবে তিন মাস আগে বিয়ে করেছেন। নোটিশের জবাব সঠিক সময়ে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, শনিবারে বিষয়টি জেনেছেন। আজ রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।