রাজধানীর বাসায় অচেতন মা-মেয়ে, চিকিৎসক বললেন—মারা গেছে

রাজধানীতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে
রাজধানীতে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে  © প্রতীকী ছবি

রাজধানীতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন, মা বৃষ্টি আক্তার (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০)। এ ঘটনায় স্বামী সেলিমকে (৪০) আটক করেছে পুলিশ। মেরুল বাড্ডার একটি বাসায় থাকতেন তারা।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক বলেন, দু’জনকে বনশ্রী ফরায়েজী হাসপাতালে নেওয়ার খবর পেয়ে রাত ৩টার দিকে তারা সেখানে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন: তরুণীর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে দাবি করেন সেলিম। তবে চিকিৎসক জানিয়েছেন, বিষপানের কোনও আলামত ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এসআই আরও বলেন, দম্পতির সাত-আট মাসের আরেকটি সন্তান রয়েছে। সেলিম বেকার। ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালান। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ