আনসার সদস্যদের অস্ত্র দেখিয়ে শর্টগান ছিনতাই

নরসিংদীতে আনসার সদস্যদের অস্ত্র দেখিয়ে শর্টগান ছিনতাই
নরসিংদীতে আনসার সদস্যদের অস্ত্র দেখিয়ে শর্টগান ছিনতাই  © প্রতীকী ছবি

নরসিংদীতে আনসার সদস্যদের অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে শহরের বড়বাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম জানান, রাত দেড়টার দিকে একদল ছিনতাইকারী ডিউটিরত চারজন আনসার সদস্যের ওপর আকস্মিক আক্রমণ চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে দুই আনসার সদস্যের কাছ থেকে শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ১০ বছরের মাদ্রাসাছাত্রকে ৩ মাস ধরে নির্যাতন, ৩ শিক্ষক পলাতক

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তদন্ত শেষে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

এ ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ