ছুরিকাঘাতের শিকার হয়ে দৌঁড়াতে দৌঁড়াতে পড়ে গেল স্কুলছাত্র রবিন

হত্যার শিকার স্কুলছাত্র রবিউল ইসলাম রবিন
হত্যার শিকার স্কুলছাত্র রবিউল ইসলাম রবিন  © সংগৃহীত

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিন ওই এলাকার নওশাদ আলীর ছেলে। বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি স্কুল) নবম শ্রেণির ছাত্র ছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ির কাছে কয়েকজন দুর্বৃত্ত রবিনের ওপর হামলা চালায়। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। রবিন ওই অবস্থায় দৌঁড়ে কিছুদূর যাওয়ার পর পড়ে যায়।

আরো পড়ুন: ক্যাম্পাসে হাটার সময় শাবিপ্রবি ছাত্রকে সাপের ছোবল

স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১১টার দিকে মৃত্যু হয় তার।

বগুড়া উপ-শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা বলেন, ওই এলাকায় অনুসন্ধান শুরু করে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তারা মাদকসেবী বলে এলাকাবাসী জানিয়েছে। তবে কী কারণে খুন করা হলো তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ