আগ্নেয়াস্ত্রসহ প্রাথমিকের দপ্তরি গ্রেপ্তার

দপ্তরি গ্রেপ্তার
দপ্তরি গ্রেপ্তার  © ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি লোহার পাইপসহ এনামুল হককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

গ্রেপ্তারকৃত এনামুল হক উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে এনামুল থাকেন। ওই কক্ষের খাটের নিচ থেকে একটি পাইপগান ও ছয়টি লোহার পাইপ জব্দ করা হয়।  

তিনি আরো বলেন, পুলিশের কাছে তথ্য ছিল এনামুলের থাকার কক্ষে বেশ কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ