অর্ডার করা খাবারের পরিবর্তে খালি প্যাকেট: ৫০ হাজার টাকা জরিমানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ PM
নারায়ণগঞ্জে অর্ডার করা খাবার ডেলিভারির সময় খালি প্যাকেট দিয়ে প্রতারণার অভিযোগে একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের খানপুর এলাকায় অবস্থিত সুন্দরবন রেস্তোরাঁকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, অর্ডার করা খাবার ডেলিভারি না দিয়ে খালি প্যাকেট দিয়ে প্রতারণার অপরাধে সুন্দরবন রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাব এর প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল।