লিড নিয়ে চা-বিরতিতে জিম্বাবুয়ে

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেটের পর দ্বিতীয় সেশনে সফরকারীদের আরও ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে লিড নিয়েছে রোডেশিয়ানরা । চা-বিরতির আগ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৩ রান, লিড ২২ রানে।

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাধভেরে ও শন উইলিয়ামস। তবে এই জুটি বড় হতে দেননি খালেদ আহমেদ। তার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধভেরে। ফেরার আগে ২৪ রান করেন তিনি। এরপর ৫৯ রান করে দ্রুত ফেরেন তাকে সঙ্গ দেওয়া উইলিয়ামও। মূলত উইলিয়ামস-মাধেভেরের ব্যাটেই লিড পেয়েছে জিম্বাবুয়ে।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। তবে দিনের প্রথম ঘণ্টা শেষ হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে কারান ফিরলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি। 

এরপর দলীয় ৮৮ রানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর রোডেশিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগমুহূর্তে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও সাজঘরে ফেরান নাহিদ। সাজঘরে ফেরার আগে অর্ধশতক পূর্ণ করেন ব্রায়ান বেনেট । ৬৪ বল মোকাবিলায় ৫৭ রান করেন তিনি। তবে নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন পাননি দুই অঙ্কের দেখাও।


সর্বশেষ সংবাদ