নাহিদময় বাংলাদেশের প্রথম সেশন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬ PM

সিলেট টেস্টে প্রথম দিন দুঃস্বপ্নের মত কাটলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। প্রথম সেশনে নাহিদ রানা একাই ৩ উইকেট শিকার করেছেন। সব মিলে ৪ উইকেট খুইয়েছে জিম্বাবুয়ে, আর মাত্র ৫৮ রানে পিছিয়ে রোডেশিয়ানরা। উইলিয়ামস ৩৩ ও মাধভেরে ৪ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। তবে দিনের প্রথম ঘণ্টা শেষ হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে কারান ফিরলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি।
এরপর দলীয় ৮৮ রানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর রোডেশিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগমুহূর্তে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও সাজঘরে ফেরান নাহিদ। সাজঘরে ফেরার আগে অর্ধশতক পূর্ণ করেন ব্রায়ান বেনেট । ৬৪ বল মোকাবিলায় ৫৭ রান করেন তিনি। তবে নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন পাননি দুই অঙ্কের দেখাও।
লাঞ্চ বিরতির আগপর্যন্ত ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান জড়ো করেছে জিম্বাবুয়ে। এখনও ৫৮ রানে পিছিয়ে তারা।