লিটনদের কোচের দায়িত্বে টেইট

শন টেইট
শন টেইট  © সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে আলোচনায় সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম। কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজ করার সুবাদে লাল-সবুজের পেসারদের বেশ ভালোভাবেই পরখ করেছেন সাবেক এই অজি তারকা। তাকেও ভালোভাবেই নজরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লাল-সবুজ শিবিরে টেইট যুক্ত হচ্ছেন কি না, তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। তবে এর আগেই টেইটকে গুরু হিসেবে পাচ্ছেন বাংলাদেশের আরও এক ক্রিকেটার। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে করাচি কিংস। ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক বার্তায় শন টেইটকে কোচিং প্যানেলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি। এই দলের হয়ে খেলতে পাকিস্তানে পাড়ি জমাচ্ছেন লিটন। সেখানেই টেইটের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ক্ল্যাসিকাল এই ব্যাটারের।

টেইট অবশ্য রবি বোপারার ডেপুটি হিসেবে কাজ করবেন। পেস বোলিং বিভাগ সামলাবেন তিনি। ফলে, টেইটের সঙ্গে সেভাবে বোঝাপড়ার সুযোগ থাকছে না লিটনের। তবে নেট সেশনগুলোতে শেখার-উপলব্ধির জায়গা পাচ্ছেন লিটন।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন টেইট। ব্রেট লি’র ইনজুরিতে বিশ্বমঞ্চে সুযোগ পেয়ে বেশ কার্যকরী ছিলেন তিনি। ন্যাথান ব্র্যাকেন এবং গ্লেন ম্যাকগ্রার সঙ্গে পেস বোলিংয়ের মূল ভরসার জায়গা ছিলেন তিনি। তবে ইনজুরির সঙ্গে সখ্যতার কারণে ক্যারিয়ার খুব বেশি লম্বা করা হয়নি।

২০২১ সাল থেকে কোচিং পেশায় টেইট। ইতোমধ্যে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। বিপিএলের ১১তম আসরে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন টেইট। 


সর্বশেষ সংবাদ