ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে মুশফিক–রিয়াদরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:১৯ PM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল গোটা বিশ্ব। নানান প্রান্তে ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ চলছে। এই অবস্থায় সারাবিশ্বের বিভিন্ন অঙ্গনের অগণিত মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন। এরই মধ্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদরা।
ফেসবুকে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টারের ক্যাপশনে জাতীয় দলের পেসার তাসকিন লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’
উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের মন্তব্য, ‘ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে, আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ।’
ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহয়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো।’
আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিলিস্তিনের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী তার লেখায় ফুটে উঠেছে।
একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে পেসার নাহিদ রানা লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, 'যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো।" – (সূরা মায়েদা: ৩২)। ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন।'