তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড পরিচালকরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৪:১৭ PM

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তাকে দেখতে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন।
এর আগে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। বর্তমানে সিসিইউতে রয়েছেন তিনি। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে তামিমের অসুস্থতার খবর শুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের নির্ধারিত বোর্ড সভা বন্ধ করে দেয়া হয়। এরপরই কেপিজি হাসপাতালে একে একে ছুটে আসেন বোর্ড সভাপতি এবং পরিচালকরা।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমূল আবেদিন ফাহিম, মাহবুবুল আনামসহ বোর্ডের আরো কর্তা-ব্যক্তিদের দেখা গিয়েছে। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও তাদের সঙ্গে রয়েছেন। এ ছাড়া সাবেকসহ বর্তমান অনেক ক্রিকেটার-কোচ এসেছেন। পরবর্তীতে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি, খালেদ মাহমুদ সুজনও সেখানে আসেন।
এদিকে তামিমের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপ বলেন, একটা হার্ট অ্যাটাক হয়েছিল, এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ড. মারুফ আছেন, উনি করেছেন। খুব ভালো হয়েছে, ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন, একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।