ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ৬ দফা দাবি আদায়ের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন তারা। এতে বেশ কটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনে কয়েকজন শিক্ষককেও দেখা গেছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে ঢাকা বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে ৫ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। যানজটে সড়কে চলাচলকারীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেননি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।’