নোয়াখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫০ AM

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আবদুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সঙ্গে দুই বছরের বেশি তার পরকীয়ার সম্পর্ক চলছিল। কিছুদিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসেন। লোকমান বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারেননি। লোকমান স্বজনেরা সকালে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১১২ ফিলিস্তিনি
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, ‘পরকীয়ার বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোনো তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’