২৬ প্রভাষকসহ ৩১ জনকে নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১২:৩৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২২, ১২:৩৭ PM
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ পদে প্রতিষ্ঠানটি সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ৩১ জন লোকবল নিয়োগ দেবে। এর মধ্যে ৫টি পদে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আর বাকি পদগুলোতে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ: প্রভাষক-০২
২. গণিত বিভাগ: প্রভাষক-০১
৩. সিএসই বিভাগ: সহকারী অধ্যাপক-০২
৪. সিএসই বিভাগ: সহযোগী অধ্যাপক-০১
৫. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই): প্রভাষক-০১
৬. পদার্থবিজ্ঞান বিভাগ: প্রভাষক-০৩
৭. অপারেল ম্যানুফ্যাকচারিং: প্রভাষক-০২
৮. ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং: প্রভাষক-০১
৯. ওয়েট প্রসেসিং: প্রভাষক-০১
১০. রসায়ন বিভাগ: প্রভাষক-০৬
১১. একাউন্টিং: সহকারী অধ্যাপক-০১
১২. অ্যাকাউন্টিং/অর্থ/ব্যবস্থাপনা: প্রভাষক-০২
১৩. ইংরেজি (ভাষাবিজ্ঞান): সহযোগী অধ্যাপক-০১
১৪. শিক্ষা: প্রভাষক-০১
১৫. সমাজবিজ্ঞান: প্রভাষক-০১
১৬. ভাষাবিজ্ঞান: প্রভাষক-০৫
আবেদনের নিয়ম: ৩০০ টাকা পেমেন্ট করে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট গেট-ওয়ে ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবে। বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.career.green.edu.bd) পাওয়া যাবে।
আরও পড়ুন: ২১ জন সহকারী অধ্যাপক-প্রভাষক নেবে চবি, বেতন ৬ষ্ঠ ও ৯ম গ্রেডে
বেতন: আকর্ষণীয় বেতন-ভাতা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।
সুযোগ-সুবিধা: সাপ্তাহিক দু’দিন ছুটি, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা।
চাকুরির স্থান: পদভেদে ঢাকার অস্থায়ী ও নারায়ণগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী এক সপ্তাহের মধ্যে তথা ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।