চাকরির সুযোগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির একাধিক বিভাগের শূণ্য পদে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

পদের নাম: শিক্ষক।

আরও পড়ুন: বিভিন্ন পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরির ধরন: সরকারি।

কাজের ধরন: স্থায়ী

পদের বিবরণ: 

পদের নাম: অধ্যাপক।
পদ সংখ্যা: ২টি।
বিভাগ: এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ-০১ এবং ডেইরি সায়েন্স বিভাগ-০১
বেতন স্কেল: টাকা ৫৬৫০০-৭৪৪০০ টাকা
বয়স: সর্বোচ্চ-৫০ বছর।

পদের নাম: সহযোগী অধ্যাপক,
পদ সংখ্যা: ৩টি।
বেতন স্কেল: টাকা ৫০,০০০-৭১,২০০ টাক।
বয়স: সর্বোচ্চ-৪৫ বছর।
বিভাগ: জেনেটিক্স এন্ড ব্রিডিং, ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি ও সার্জারি এন্ড থেরিওজেনোলজি।

পদের নাম: সহকারী অধ্যাপক।
পদ সংখ্যা: ৩১টি।
বেতন স্কেল: টাকা ৩৫৫০০-৬৭০১০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বিভাগ: কৃষি প্রকৌশল -১, কৃষি অর্থনীতি-৩, এগ্রিবিজনেস এন্ড মার্কেটিং-৪, কৃষি পরিসংখ্যান -২, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ -১, ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স-১, পোল্ট্রি সায়েন্স-১, ডেইরি সায়েন্স -২, এনিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং-২, এনাটমি, হিস্টোলজি এন্ড ফিজিওলজি -৩, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি -২, প্যাথলজি -২, ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি -১, মেডিসিন এন্ড পাবলিক হেলথ-২, সার্জারি এন্ড ঘেরিওজেনোলজি-২, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স -১, একোয়াকালচার -১, একোয়টিক এনভায়রনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট-১ ও ফিশিং এন্ড পোস্টহার্ভেস্ট টেকনোলজি -১

আরও পড়ুন: সরকারি ৯ ব্যাংকের প্রিলি পরীক্ষা ৭ জানুয়ারি

পদের নাম: প্রভাষক,
পদ সংখ্যা: ৪৪টি।
বেতন স্কেল: ​টাকা ২২০০০-৫৩০৬০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বিভাগ :ভূষিতত্ত্ব -১, মৃত্তিকা বিজ্ঞান -১, কৃষি রসায়ন -১, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম -১, কৌলিতত্ত্ব ও উদ্ভিন | প্রজনন -১, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান -২, কৃষি প্রকৌশল-১, কৃষি অর্থনীতি-২, এথিবিজনেস এন্ড মার্কেটিং-২, কষি পরিসংখ্যান-৪, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ -১, ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স -১, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট-১, পোল্ট্রি সায়েন্স-২, ডেইরি সায়েন্স - ২, এনিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং - ২. এনাটমি, হিস্টোলজি এন্ড ফিজিওলজি -৩, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি -২, প্যাথলজি -২, ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি -১, মেডিসিন এন্ড পাবলিক হেলথ -২, সার্জারি এন্ড থেরিওজেনোলজি -১, ফিশারিজ বায়োলজি এন্ড  জেনেটিক্স -১, একোয়াকালচার -১, একোয়াটিক এনভায়রনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট -২. মেরিন ফিশারিজ এন্ড ওশেনোগ্রাফি -২ এবং ফিশিং এন্ড পোস্টহার্ভেস্ট টেকনোলজি -২

আরও পড়ুন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

আবেদনর সময় সীমা: ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আবেদন প্রক্রিয়া: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয রেজিস্টার অনুকুলে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য এক হাজার টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য  ৭৫০টাকার ব্যাংক ড্রাফটসহ ৮ কপি আবেদন পত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পাঠাতে হবে। প্রত্যেক কপি আবেদন পত্রের সাথে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশীট এবং অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

 


সর্বশেষ সংবাদ