২৩ সেপ্টেম্বরের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার আল্টিমেটাম

সংবাদ সম্মেলনে সংগঠনটি
সংবাদ সম্মেলনে সংগঠনটি   © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। সোমবার(১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরের দিন ২৪ সেপ্টেম্বর থেকে চাকরিতে বয়সসীমা বাড়ানোসহ ৪দফা দাবিতে আন্দোলনে নামবে সংগঠনটি।

এ সম্পর্কে জানতে চাওয়া হলে সংগঠনটির প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দীর্ঘ ১০ বছর ধরে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছি। আমরা এর জন্য মামলা খেয়েছি, গ্রেফতার হয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর করতে হবে। সরকারি চাকরিতে আবেদন ফি ৫০-১০০ টাকার মধ্যে আনতে হবে। পরীক্ষার ভেন্যূ জেলা অথবা বিভাগীয় শহরে ফেলতে হবে, বেকার হিসেবে এতো টাকা খরচ করে ঢাকায় এসে পরীক্ষা দেওয়া একজন বেকারের পক্ষে সম্ভব নয়। এছাড়া সরকারি চাকরিতে পরীক্ষার জন্য সুস্পষ্ট নীতিমালাও প্রণয়ন করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘরে ঘরে চাকরি দেওয়া এবং চাকরিতে বয়সসীমা বাড়ানোর ওয়াদা ছিল। কিন্তু আজ ১২ বছর হয়ে গেলেও সরকার তাদের সে নির্বাচনী ওয়াদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকার চাকরিতে প্রবেশর যে বয়সসীমা বাড়িয়েছে করোনার কারণে তা আমাদের কাজে আসেনি।’

মোজাম্মেল মিয়াজী আরও বলেন, ‘বৃহৎ এ শিক্ষিত সমাজকে সরকার যত অবহেলা করবে, ততই তাদের জন্য তা বিপদ ডেকে আনবে। ছাত্র ও যুব সমাজকে অস্বীকার করে কোন সরকারই টিকে থাকতে পারে না এবং পারবে না। আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আমরা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে রাজপথে নেমে দাবি আদায় করে নেব, ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ