সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২১, ০৫:২৭ PM , আপডেট: ০৪ মে ২০২১, ০৫:২৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করায় সিনিয়র স্টাফ নার্স পদের ৯ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
আরও পড়ুন: সুখবর পাচ্ছেন চাকরির বয়স শেষ হওয়া প্রার্থীরা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত পদের লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে।
গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল।