২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

স্থানীয় সরকার ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, নেবে ২২

স্থানীয় সরকার ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, নেবে ২২
রাজস্ব খাতভুক্ত ৯ পদে ২২ কর্মী নিয়োগে আবেদন চলবে ২২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯ পদে ২২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি);

১. পদের নাম: সহকারী গবেষণা কর্মকর্তা;

পদসংখ্যা: ৬টি;

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: সমন্বিত ৬ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১২৬২

২. পদের নাম: কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: টেলিফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৬. পদের নাম: ডেসপাচ করণিক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৬৯

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

৯. পদের নাম: মালি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪

প্রার্থীর বয়স: ১৮—৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;
  
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।