সরকারি ১১ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ১৫৫৪ সিনিয়র অফিসার নিয়োগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ১৫৫৪ জন সিনিয়র অফিসার নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২২০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।
সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে ১৫৫৪ জন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৪২২ জন, অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৪২জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৯০জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৮৯জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২৬জন, কর্মসংস্থান ব্যাংক ২৪জন, বেসিক ব্যাংক পিএলসি ২০জন, প্রবাসী কল্যাণ ব্যাংক ৭জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৯জন ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১৫জন নেবে।