চাকরির অবসরের সময় ঠিক রেখে প্রবেশের সময় নমনীয় করা জরুরি: ঢাবি অধ্যাপক

  © সংগৃহীত

সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। সরকার আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে একটা প্রস্তাব পেশ করবে বলে জানা যায়। সরকারি চাকরির প্রবেশ ও অবসর নিয়ে কথা বলেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, অবসরের সময় ঠিক রেখে প্রবেশের সময় নমনীয় করা জরুরি।   

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি। 

তিনি বলেন, বহুবার বলেছি, আবারও বলছি- সরকারি চাকুরিতে প্রবেশের বয়স কেবল ৫ মাস কেন ৫-১০ বছর বাড়ালেও তো আমি কোন ক্ষতি দেখি না; বরং এতে দেশের লাভই হবে। 

কেউ হয়তো উচ্চতর ডিগ্রি, সাংবাদিকতা, শিক্ষকতা, দেশি-বিদেশি এনজিও কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং একটা সময়ে দক্ষতা অর্জন করেছেন এবং উপলব্ধি করেছেন, তিনি সরকারি প্রতিষ্ঠানে তাঁর অর্জিত দক্ষতা কাজে লাগাতে চান। সেইক্ষেত্রে বয়সের দোহাই দিয়ে তাঁকে বাধা দিবো কেন? তিনি যদি ১০-১৫ বছর তাঁর যোগ্যতা অনুযায়ী সরকারি পদে এবং প্রতিষ্ঠানে সার্ভিস দিতে চান, সমস্যাটা কোথায়?

সরকারি চাকুরিতে অবসরের সময় ঠিক রেখে প্রবেশের সময় নমনীয় করা জরুরি। এক্ষেত্রে ন্যূনতম ১০-১৫ বছর চাকুরির বয়স থাকলে সরকারি চাকুরিতে অংশগ্রহণের সুযোগ থাকা উচিৎ।


সর্বশেষ সংবাদ