‘৩৫ চাই’ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM , আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM

‘আমরা উচ্চশিক্ষিত তরুণ সমাজ; আজ সর্বোচ্চ শিক্ষা শেষে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হওয়ার পরিবর্তে বোঝা হয়ে পড়েছি। কারণ, আমাদের অর্জিত বিদ্যা আইনের মারপ্যাচে সীমাবদ্ধ সুযোগের কাছে পরাজিত হচ্ছে। নানা প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা শেষে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পূর্বে অন্ধকারে ঢেকে যাচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকার কারণে এটি হচ্ছে।’
শুক্রবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন। মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিমসহ বাংলাদেশ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতারা বলেন, আইনকে যুগোপযোগী রাখার জন্য সময়ের সময়ে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করার প্রয়োজন হয়। চাকরিতে প্রবেশের বয়সসীমা এমনই একটি আইন, যা এখন পরিবর্তনের মাধ্যমে ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা আবশ্যক হয়ে পড়েছে।
তারা বলেন, শিক্ষা জীবনের এই দীর্ঘ সময়ে অনেক কষ্টে অর্জিত জ্ঞান, ব্যক্তি, পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়নে কাজে লাগানোর স্বপ্ন প্রতিটি শিক্ষার্থী অন্তরে লালন করে থাকে। কিন্তু নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সেই লালিত স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এগুলোর মধ্যে প্রধান একটি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকা।