শিক্ষক-কর্মকর্তা নেবে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা

শিক্ষক-কর্মকর্তা নেবে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা
শিক্ষক-কর্মকর্তা নেবে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা  © সংগৃহীত

নৌ-বাহিনী কর্তৃক পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা (ইংরেজি ভার্সন স্কুল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৯ টি পদে ১৫ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে।

১. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিষয়: বাংলা-০১, ইংরেজি-০১, গণিত-০১, পদার্থ বিজ্ঞান-০১, রসায়ন-০১, প্রাণি বিদ্যা-০১
পদসংখ্যা: ০৬ জন।

২. পদের নাম: প্রভাষক (অস্থায়ী)
বিষয়: প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ০১
পদসংখ্যা: ০১ জন।

৩. পদের নাম: মনোবিজ্ঞানী-(মহিলা)-(চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১ জন।

৪. পদের নাম: প্রদর্শক (স্থায়ী)
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১
পদসংখ্যা: ০১ জন।

৫. পদের নাম: সহকারী শিক্ষক (স্থায়ী)
বিষয়: জীব বিজ্ঞান-০১, শারীরিক শিক্ষা-০১
পদসংখ্যা: ০২ জন।

৬. পদের নাম: সহকারী শিক্ষক (চুক্তিভিত্তিক)
বিষয়: সমাজ বিজ্ঞান-০১
পদসংখ্যা: ০১ জন।

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে ১৯ জন শিক্ষক নেবে বুয়েট

৭. পদের নাম: কম্পিউটার অপারেটর (স্থায়ী)
পদসংখ্যা: ০১ জন।

৮. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান কাম লিফট ম্যান (স্থায়ী)
পদসংখ্যা: ০১ জন।

৯. পদের নাম: বাস এ্যাটেনডেন্ট কাম ক্লিনার (স্থায়ী)
পদসংখ্যা: ০১ জন।

ঠিকানা: অধ্যক্ষ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা খিলক্ষেত নৌ এলাকা, নামাপাড়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
 
লিখিত পরীক্ষা আগামী ৬ জুলাই সকাল ৯টায় নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা-তে অনুষ্ঠিত হবে।

অফিসিয়াল ওয়েব সাইট

আবেদনের ঠিকানা
 
বিস্তারিত বিজ্ঞপ্তিতে 

নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

সর্বশেষ সংবাদ