১৬-২০তম গ্রেডে নিম্নতম মজুরী বোর্ডে চাকরির সুযোগ

নিম্নতম মজুরী বোর্ডে চাকরির সুযোগ
নিম্নতম মজুরী বোর্ডে চাকরির সুযোগ  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিম্নতম মজুরী বোর্ডে। প্রতিষ্ঠানটিতে ০৪টি পদে ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১.পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩) 

২.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। (ঘ) কম্পিউটার Word processing সহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩.পদের নাম: প্রসেস সার্ভার
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আরও পড়ুন: ৩৫ জন নেবে কৃষি মন্ত্রণালয়, এইচএসসি পাসেই করা যাবে আবেদন

৪.পদের নাম: অফিস সহায়ক 
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা নিম্নতম মজুরী বোর্ডের ওয়েবসাইট www.mwb.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফি: ০১-০২ নং পদের জন্য ২০০/- টাকা; এবং ০৩ ও ০৪ নং পদের জন্য ১০০/- টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণ করে চেয়ারম্যান, নিম্নতম মজুরি বোর্ড , ২১/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা) ঢাকা -১০০০ বরাবর প্রেরণ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

e0a6a8e0a6bfe0a6aee0a78de0a6a8e0a6a4e0a6ae e0a6aee0a69ce0a781e0a6b0e0a780 e0a6ace0a78be0a6b0e0a78de0a6a1 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0a6aae0a78de


সর্বশেষ সংবাদ