১৬-২০তম গ্রেডে নিম্নতম মজুরী বোর্ডে চাকরির সুযোগ

চাকরি
নিম্নতম মজুরী বোর্ডে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিম্নতম মজুরী বোর্ডে। প্রতিষ্ঠানটিতে ০৪টি পদে ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১.পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩) 

২.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। (ঘ) কম্পিউটার Word processing সহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩.পদের নাম: প্রসেস সার্ভার
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আরও পড়ুন: ৩৫ জন নেবে কৃষি মন্ত্রণালয়, এইচএসসি পাসেই করা যাবে আবেদন

৪.পদের নাম: অফিস সহায়ক 
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা নিম্নতম মজুরী বোর্ডের ওয়েবসাইট www.mwb.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফি: ০১-০২ নং পদের জন্য ২০০/- টাকা; এবং ০৩ ও ০৪ নং পদের জন্য ১০০/- টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণ করে চেয়ারম্যান, নিম্নতম মজুরি বোর্ড , ২১/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা) ঢাকা -১০০০ বরাবর প্রেরণ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

e0a6a8e0a6bfe0a6aee0a78de0a6a8e0a6a4e0a6ae e0a6aee0a69ce0a781e0a6b0e0a780 e0a6ace0a78be0a6b0e0a78de0a6a1 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0a6aae0a78de