চলতি বছর নন-ক্যাডারে ইসিতে নিয়োগ হতে পরে ৩০০ কর্মকর্তা

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন  © ফাইল ছবি

নির্বাচনের বছরে ৩০০ কর্মকর্তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। চলমান বিসিএসের নন–ক্যাডার নিয়োগ দেওয়ার সময় এসব কর্মকর্তাদের যাতে নিয়োগ দেওয়া যায়, সে জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) যোগাযোগ করেছে ইসি।

পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। নন–ক্যাডার থেকে মোট ৩০০ কর্মকর্তা নিয়োগ দিতে চায় নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে পিএসসিতে। নির্বাচন কমিশন দ্রুত ৩০০ কর্মকর্তা নিতে চাচ্ছে। ৪০তম বিসিএস থেকেই যাতে নিয়োগ দেওয়া হয়, সে জন্য অনুরোধ করেছে। এ নিয়োগ নির্ভর করছে নন–ক্যাডার বিধিমালা অনুমোদন হওয়ার ওপর। এর অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী।

অনুমোদন পেলে ৩০০ জনের নিয়োগের বিষয়টি যুক্ত করা হতে পারে। বিধিটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে নন–ক্যাডারের তালিকায় থাকা প্রার্থীদের জন্য সুপারিশ করবে পিএসসি। অনুমোদন পেলে মেধা ও যোগ্যতা অনুসরণ করে নন–ক্যাডার নিয়োগ হবে।


সর্বশেষ সংবাদ