গ্রেড ৩ থেকে ২০তম পদে ২৩ জনকে নিয়োগ দেবে নোবিপ্রবি

নোবিপ্রবি
নোবিপ্রবি  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৩য় থেকে ২০তম গ্রেডে ২৩ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের ১২ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও বেতন: 

১. রেজিস্ট্রার (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০)- ১টি

২. গ্রন্থাগারিক (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪, ৪০০)- ১টি

৩. পরিচালক (হিসাব) (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০)-১টি

৪. পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০)-১টি

৫. পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০)-১টি

৬. প্রধান প্রকৌশলী (গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪, ৪০০)-১টি

৭. সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড-৬ষ্ঠ, স্কেল ৩৫,৫০০-৬৭,০১০)-১টি

৮. সহকারী কম্পিউটার প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯ম, স্কেল ২২,০০০-৫৩,০৬০)-৩টি

৯. প্রকাশনা ও তথ্য অফিসার (গ্রেড-৯ম, স্কেল ২২,০০০-৫৩,০৬০)-১টি

১০. পরিবহন কর্মকর্তা (গ্রেড-৯ম, স্কেল ২২,০০০-৫৩০৬০)-১টি

১১. আইন কর্মকর্তা (গ্রেড-৯ম, স্কেল ২২,০০০-৫৩,০৬০)-১টি

১২. ল্যাব ইনস্ট্রাক্টর (গ্রেড-১০ম, স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০)-৫টি

১৩. ল্যাব টেকনিশিয়ান (গ্রেড-১১তম, স্কেল ১২,৫০০-৩০,২৩০)-৩টি

১৪. মালি (গার্ডেনার) (গ্রেড-২০তম, স্কেল ৮,২৫০-২০,০১০ )-২টি

আবেদনের যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে অফিস চলাকালীন সময় রেজিস্ট্রার বরাবর কর্মকর্তা (৫ম গ্রেড হতে ১০ম গ্রেড পর্যন্ত) পদে আবেদনকারীকে ৭ সেট এবং কর্মচারী (১১তম গ্রেড এবং ২০তম গ্রেড) পদে আবেদনকারীদেরকে ৬ সেট আবেদন (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ) A4 সাইজ খামে জমা দিতে হবে।

আবেদন ফি: গ্রেড-৩য় পদের জন্য ১,২০০ (এক হাজার দুইশত) টাকা, গ্রেড-৬ষ্ঠ হতে গ্রেড-১০ম পদের জন্য ৮০০ (আটশত) টাকা, গ্রেড-১১তম পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকা এবং গ্রেড-২০তম পদের জন্য ৩০০ (তিনশত) টাকা অনলাইনে জমা প্রদান পূর্বক মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করে রশিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ১২ এপ্রিল ২০২৩ (অফিস সময়ের মধ্যে)।


সর্বশেষ সংবাদ