১১০ পদে শিক্ষা সহকারী নেবে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন

১১০ পদে শিক্ষা সহকারী নেবে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন
১১০ পদে শিক্ষা সহকারী নেবে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন  © ফাইল ছবি

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ ডক্টর ফাউন্ডেশন তাদের 'পাঁচ টাকার ক্লাস' প্রকল্পের আওতায় অনলাইনে পাঠদান করাতে সক্ষমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : শিক্ষা সহকারী। 

পদের সংখ্যা : ১১০ টি। 

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যেকোন বিষয়ে স্নাতক পাস। তবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি অনলাইনে ক্লাস করাতে হবে। তাই অনলাইন ক্লাসের সফটওয়্যার ও অ্যাপসমূহ ব্যবহারে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
 
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ১৬ই ডিসেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আবেদন করতে হবে ভিলেজ ডক্টর ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে (villagedoctorbd.org/register)। লিঙ্কে প্রবেশ করে আবেদন বাটনে ক্লিক করে চাকরির জন্য ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে গুগল ফর্মে প্রার্থীদের পরীক্ষা হবে। পরীক্ষার লিঙ্ক ও সময় মেইল ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও VILLAGE DOCTOR FOUNDATION নামের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া ও প্রস্তুতির সকল তথ্য পাওয়া যাবে।

এছাড়াও, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিলেজ ডক্টর ফাউন্ডেশনে নূন্যতম এক বছর শিক্ষা সহকারী পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে, উক্ত প্রতিষ্ঠানের অফিসার পদের সকল নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে। 


সর্বশেষ সংবাদ